সাতক্ষীরা সদর উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে
সাতানি ভাদড়া স্কুল এন্ড কলেজের এস এস সি ব্যাচ -২০০০ এবং এইচ এস সি ব্যাচ – ২০০২ শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাচ্চাদের জন্য চকলেট দৌড়, মহিলাদের জন্য চেয়ার সিটিং এবং পুরুষদের জন্য হাঁড়ি ভাঙা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল নেতৃত্বে ছিলেন ডাঃ মেহেদী হাসান লাল্টু(বিসিএস স্বাস্থ্য,সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল ),মোঃ মোখলেছুর রহমান সান্টু (আমেরিকা প্রবাসী ),মোঃ ফারুক হোসেন (কর্মকর্তা,দুর্নীতি দমন কমিশন),মোঃ শাহাদাত হোসেন বাবু(উপজেলা আইসিটি অফিসার),মোঃ মাহবুবুল হক,(সিনিয়র কর্মকর্তা,প্রাইম ব্যাংক),মোঃ নাজমুল হাসান জুযেল (প্রভাষক),মোঃ নাজমুল হোসেন, মোঃ রবিউল ইসলাম(যুগ্ম মহাসচিব,কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ),মোঃ মনিরুজ্জামান(ব্রাক,এ আই এস পি,পশু চিকিৎসক,সাতানি),মোঃ বেলাল হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী) মোসলেমা খাতুন(প্রভাষক), শাহনাজ পারভিন জুথি (গৃহিণী)। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তারা জীবনের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন। আগামীতে ব্যাচের সবাইকে উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হয়।
You cannot copy content of this page