মোঃ আব্দুল আলিম (শৈলকুপা) ঝিনাইদহ: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাইখ আহমদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শৈলকুপা উপজেলার দুটি স্থানে কুরবানী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
নিত্যানন্দপুর ইউনিয়ন ও আবাইপুর ইউনিয়নের দুইটি স্পটে মোট ৬টি ছাগল কুরবানী করে ৮০টিরও বেশি পরিবারের মাঝে গোশত বিতরণ করা হয়।
এই উদ্যোগে এলাকার হতদরিদ্র পরিবারগুলো ঈদের আনন্দে সামিল হতে পেরে আনন্দিত এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা। আস-সুন্নাহ ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে উপকৃত হবে এই অঞ্চলের হতদরিদ্ররা।
উল্লেখ্য, মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, যা দেশের বিভিন্ন স্থানে দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়াচ্ছে নিয়মিতভাবে।
You cannot copy content of this page