এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার বিষয়ে শিক্ষা সচিব সংবাদ সম্মেলনে যে বক্তব্য রেখেছেন তা প্রত্যাহার ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরকারি নিয়মে পেনশন সুবিধা প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো)। আজ(মঙ্গলবার)গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো.মাঈন উদ্দিন ও মহাসচিব মো :রফিকুল ইসলামের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে,এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ন্যূনতম আর্থিক সুবিধা পেয়ে থাকেন। তার উপর অবসর ভাতার জন্য ছয় শতাংশ ও কল্যাণ তহবিলের নামে আরো চার শতাংশ মিলিয়ে দশ শতাংশ কেটে নেওয়া হয়। সীমিত বেতনের কারণে প্রায় শতভাগ বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবনযাপন করতে হয়। তাছাড়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অবসর সুবিধাভোগী। একজন ব্যক্তির একাধিক ফান্ড থেকে অবসর সুবিধা নেওয়ার বিধান নেই। এমন পরিস্থিতিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত কোনভাবেই যৌক্তিক হতে পারে না। বাবেশিকফো নির্বাহী কমিটির সভায় নেতারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিম নয় বরং সরকারী নিয়মে পেনশন সুবিধায় আনার দাবি জানান। অবসর ও কল্যানে অতিরিক্ত ৪% কর্তনের বিপরীতে অতিরিক্ত সুবিধা প্রদানের জন্য হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। একমাসের মধ্যে হাইকোর্টের রায় বাস্তবায়ন না হলে সরকারের বিরুদ্ধে কনডেম কোর্টে মামলার হোসিয়ারী দেওয়া হয়।
You cannot copy content of this page