পত্নীতলা উপজেলা : আজ ৯ই জুন সোমবার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো)নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্থান-নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়,পত্নীতলা,নওগাঁ।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব বাসেদ আলী, সহ-সভাপতি,কেন্দ্রীয় কমিটি,প্রধান অতিথি :বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আলী (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক)।
বিশেষ অতিথি: জনাব নূরী হাবছা,যুগ্ম মহাসচিব,কেন্দ্রীয় কমিটি।
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা শাখার বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর ত্রি- বার্ষিক সম্মেলন/২০২৫ এ উৎসব মুখর পরিবেশে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ সুম্পন্ন হয়। উক্ত সম্মেলনে পত্নীতলা উপজেলা শাখ বাবেশিকফো এর সভাপতি নির্বাচিত হয় জনাব মো:জাহাঙ্গীর আলম প্রধান শিক্ষক পাটুল উচ্চ বিদ্যালয়, সাধারণ সম্পাদক – জনাব মো: আবু সায়েম সহ: শি: সুবরাজপুর উবি,সাংগঠনিক সম্পাদক -মো: রশিদুল ইসলাম সহ: শি:নজিপুর উচ্চ বিদ্যালয়
পত্নীতলা উপজেলার সকল শিক্ষক কর্মচারীদের সম্মেলনে উপস্থিত থাকার আহবান জানানো হয়।
You cannot copy content of this page