পেকুয়া উপজেলা : ৮ই জুন (রবিবার) বিকাল ৩টায় সোনালী বাজার সাজেদা বেগম বিদ্যাপীঠস্থ মিলনায়নে সোনালী বাজার ব্লাড ডোনার’স সোসাইটির ৫ম বর্ষ পূর্তি উদযাপন ও ঈদ পূণর্মিলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম, আজিজুল হক আজিজ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আলোকময় পৃথিবী গড়ার ক্ষেত্রে তরুণ সমাজের বিকল্প নেই, সেই কাজটি করে যাচ্ছে সোনালী বাজার ব্লাড ডোনার’স সোসাইটি। মানবতার ফেরিওয়ালা হিসাবে ২০২০ সালে আলোকিত পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে সোনালী বাজার ব্লাড ডোনার’স সোসাইটির গোড়াপত্তন হয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, সোনালী বাজার ব্লাড ডোনার’স সোসাইটির কার্যক্রম প্রশংসার দাবী রাখে। তাই তিনি সোনালী বাজার ব্লাড ডোনার’স সোসাইটির প্রশংসনীয় কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় দলমত নির্বিশেষে সকল প্রকারের অহমিকতার উর্ধ্বে উঠে কাজ করার জন্য সকল সদস্য গণের প্রতি অনুরোধ জানান।
সোনালী বাজার ব্লাড ডোনার’স সোসাইটির ৫ম বর্ষ পূর্তি উদযাপন ও ঈদ পূণর্মিলন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মো. নাছির উদ্দীন। এতে অনুষ্ঠান পরিচালনা করেন সরওয়ার কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরুল আবছার, উপদেষ্টা আবদুর রশিদ, উপদেষ্টা (প্রধান শিক্ষক) মো.ইয়াছিন, উপদেষ্টা আসাদুজ্জামান, উপদেষ্টা আলী আজগর, উপদেষ্টা রেজাউল করিম ও শিক্ষক আ.জ.ম নাছির উদ্দীন।
উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছা সেবী সংগঠন নুর আয়েশা খান ফাউন্ডেশন, চকরিয়া ব্লাড ব্যাংক, উজানটিয়া ব্লাড ব্যাংক ও শীলখালী ব্লাড ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এতে সোনালী বাজার ব্লাড ডোনার’স সোসাইটির সমন্বয়ক আজিজুল হক, হোসাইনুল কবির, মোহাম্মদ সাজ্জাদ, নুরুল আবছার, শহীদুল ইসলাম সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page