মোঃ রাসেল মিয়া, কালিহাতী উপজেলা প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন এক প্রতিবন্ধী নারী (৩০) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওয়াহেদ আলী মন্ডল (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৮ জুন (রবিবার) রাত সাড়ে ১০টার দিকে কালিহাতীর বীরবাসিন্দা গ্রামে। অভিযুক্ত ওয়াহেদ আলী মন্ডল বীরবাসিন্দা গ্রামের রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে।
ধর্ষিতার ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে কালিহাতী থানায় ওয়াহেদ আলী মন্ডলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার রাতে ওয়াহেদ আলী মন্ডল প্রতিবন্ধী নারীর বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষককে হাতেনাতে ধরে বেঁধে রাখার চেষ্টা করলে, তার লোকজন এসে হামলা চালিয়ে ওয়াহেদ আলী মন্ডলকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে বুধবার (১১ জুন) দুপুরে বীরবাসিন্দা এলাকায় এলাকাবাসী মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ওয়াহেদ আলী মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
You cannot copy content of this page