মোঃ উস্তার আলী সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে অভিযান চালিয়ে চোরাকারবারী কর্তৃক বাংলাদেশে নিয়ে আসা ৯টি অবৈধ ভারতীয় গরু আটক করা হয়েছে।
বুধবার দিবাগত গভীর রাতে আশাউড়া বিওপি”র সদস্যরা সীমান্ত পিলারের ১২২২/১ হতে ৩ শত গজের ভেতরে বাংলাদেশের শাহপুর নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় এই গরুগুলো আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্যে ৪ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত ভারতীয় গরুগুলো শুল্ক কার্যালয় সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিজিবি”র উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি”র প্রতিটি সদস্য সীমান্ত এলাকায় তৎপরতা অব্যাহত রেখেছেন।
You cannot copy content of this page