• বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩। হাটহাজারীতে স্লুইসগেটের পুনঃনির্মাণ কাজ বন্ধ করে দেয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। থানা থেকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ধামইরহাটে ছাত্র-জনতার মানববন্ধন মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ৫ নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার ৮ ধাপে আবেদন ফরম পূরণ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির “সর্বজনীন পেনশন নয়, সরকারি পেনশনই চাই” — আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত বাতিলের দাবি বাকবিশিস’ ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অফিস সহ: কাম-কম্পিউটার অপারেটরদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে স্বীকৃতি

প্রতিনিধির নাম / ৮২২ বার দেখা
আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সার্বিক ব্যবস্থাপনায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু বাস্তবতায় তারা এখনও প্রশাসনিক মর্যাদা, উন্নত বেতন কাঠামো এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়নের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

প্রশাসনিক কার্যক্রমের মূল চালিকাশক্তি

বর্তমান যুগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক কার্যক্রমে কম্পিউটার নির্ভরতা অনেক বেড়ে গেছে। শিক্ষকদের পাঠদান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটররা প্রতিষ্ঠানের প্রতিদিনের প্রশাসনিক কাজ সুচারুভাবে সম্পাদন করে থাকেন। তারা যেসব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তার মধ্যে রয়েছে:

শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা হিসাবরক্ষণ ও বিল প্রস্তুতকরণ

শিক্ষার্থীদের ভর্তি, রেজিস্ট্রেশন ও পরীক্ষার যাবতীয় ডাটা এন্ট্রি

সরকারি বিভিন্ন প্রতিবেদন প্রণয়ন ও পাঠানো

বিভিন্ন আদেশ-নির্দেশ টাইপ, স্ক্যান, প্রিন্ট ও আর্কাইভ করা

শিক্ষক, প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদকে তথ্য ও নথি সরবরাহ

প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ ও আপডেট

শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড ও বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ রক্ষা

অফিস সহকারী নাকি প্রশাসনিক কর্মকর্তা?

বর্তমানে তাদের পদের নাম ‘অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর’ হলেও বাস্তবে তারা প্রতিষ্ঠান প্রধানের পর প্রশাসনিক দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ দায়িত্ব পালন করেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বোর্ডের সাথে যোগাযোগ, ফাইল প্রক্রিয়াকরণ, নথি তৈরী — সবকিছুতেই তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কারণেই বহু শিক্ষক-পরিচালক মনে করেন, তাদের প্রকৃত পদমর্যাদা হওয়া উচিত ‘প্রশাসনিক কর্মকর্তা’ (Administrative Officer)।

বেতন গ্রেড বৈষম্য

বর্তমানে তাদের অধিকাংশকেই ১৬তম গ্রেডে রাখা হয়েছে। অথচ সরকারি দপ্তরের সমপর্যায়ের প্রশাসনিক সহকারীরা ১১-১৩তম গ্রেডে বেতন পান।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরদের দাবি:

গ্রেড উন্নয়ন করে ১১তম গ্রেডে উন্নীত করা

টাইমস্কেল, সিলেকশন গ্রেডের সুযোগ প্রদান

উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ভাতা সমন্বয়

প্রশাসনিক কর্মকর্তার পদমর্যাদা ও পদবী প্রদান

পেনশন বা অবসরকালীন সুবিধা নিশ্চিত করা

দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন-মানববন্ধন

এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য ইতোমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটররা মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করছেন। তারা বলছেন,

“আমরা প্রতিষ্ঠানের হৃদপিণ্ড হিসেবে কাজ করি। অথচ বঞ্চিত থেকে যাচ্ছি। প্রশাসনিক স্বীকৃতি ও ন্যায্য বেতন কাঠামো আমাদের অধিকার।”

সরকারের করণীয়

বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে টেকসই ও আধুনিক করতে হলে প্রশাসনিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করা জরুরি। আর তার প্রধান বাহক এই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ।

তাদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দিলে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম হবে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছেন এ দেশের হাজার হাজার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।
শাহীন আহমদ
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর,
আল-আজম হাইস্কুল এন্ড কলেজ, বিশ্বনাথ,সিলেট।


আপনার মতামত লিখুন :

One response to “এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অফিস সহ: কাম-কম্পিউটার অপারেটরদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে স্বীকৃতি”

  1. Rashidul Islam says:

    আমি এই দাবির সাথে সহমত পোষন করি এবং আমাদের যে বেতন গ্রেড খুবই নিম্নমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

You cannot copy content of this page