এস এ হুমায়ুন, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি।গতকাল বৃহস্পতিবার তাসনোভা আক্তার নোভা (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। গত বৃহস্পতিবার ছয়টার দিকে পাইন্দং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বদু তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
উল্লেখ্য যে, গত ৬ মাস আগে ওই এলাকার ট্রাক ড্রাইভার মো: সাহাব উদ্দিনের সাথে বিয়ে হয় চাঁদনীর। চাঁদনীকে তার স্বামী এবং স্বামীর পরিবার পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজনেরা।
জানা যায়- ৩ বছর বয়সে নিহত গৃহবধূ তাসনোভার (চাদনি) মা মারা যান। এরপর থেকে সে পাইন্দং ফরেস্টর দোকান এলাকায় তার নানার বাড়িতে বড় হয়। মৃত্যুর ৬ মাস আগে তাকে একই এলাকায় ট্রাক চালক শাহাব উদ্দিনের সাথে বিয়ে দেন তারা নানা এবং স্বজনেরা।
নিহত গৃহবধূর নানা আনোয়ার রহমান প্রকাশ মিয়া বলেন- আমার মেয়ে মারা যাওয়ার পর একমাত্র নাতনি চাঁদনীকে অতি আদর যত্নে বড় করেছি। ৬মাস পূর্বে তাকে সাহাব উদ্দিনের সাথে বিয়ে দিই। আজকে ঘটনার পর নাতনী (তাসনোভা)’র জামাই আমাকে ফোনে জানায় যে আমার নাতনী মারা গেছে!
You cannot copy content of this page