,পেকুয়া উপজেলা,প্রতিনিধি:চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকদের অংশগ্রহণে ঈদুল আযহা উপলক্ষে এক হৃদয়গ্রাহী ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহারবিল ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে এই অনুষ্ঠানটি ১২/০৬/২৫ ইংরেজি শাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ মাসুমুল হাকীম, আর সভাপতিত্ব করেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা শব্বির আহমদ উসমানী।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পেশাজীবী, শিক্ষিত যুবসমাজ, অভিভাবক, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা ঈদের আনন্দকে সর্বস্তরে ভাগ করে নেওয়ার আহ্বান জানান এবং সামাজিক ও মানবিক উন্নয়নে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
বক্তব্য রাখেন এন সি সি ব্যাংক কক্সবাজার শাখার অফিসার মহসিন আনওয়ার, শাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাস্টার নূর মোহাম্মদ, বরইতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক, পূর্ব বড় ভেওলা জি এন মিশনারী প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিউদ্দিন, হাফেজ মনসুর আলম,চট্রগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ইখতিয়ারউদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের শাফায়েত হোসাইন, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল আনিস উদ্ দৌলা, সাবেক ছাত্রনেতা এনামুল হক, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়াউদ্দিন তারেক চৌধুরী, মাদরাসা উবাই ইবনে কা’বের পরিচালক হাফেজ এহছানুল হক্ব, রেসিডেন্সিয়াল স্কুলের সহকারী শিক্ষক শাফায়াত হোসেন এবং ট্রাস্টের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ।
যারা এলাকার সার্বিক উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও নৈতিকতা ভিত্তিক সমাজ গঠনে ওয়েলফেয়ার ট্রাস্টের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
সকলের পরামর্শক্রমে এলাকায় গণ পাঠাগার প্রতিষ্টার দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়।
সাধারণ মানুষের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি একদিকে যেমন মিলনমেলায় রূপ নেয়, তেমনি এলাকার সামাজিক সংগঠনগুলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিকনির্দেশনা প্রদান করে এক নতুন উদ্দীপনার জন্ম দেয়।
সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ঈদ শুভেচ্ছা ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
You cannot copy content of this page