• রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩। হাটহাজারীতে স্লুইসগেটের পুনঃনির্মাণ কাজ বন্ধ করে দেয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। থানা থেকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ধামইরহাটে ছাত্র-জনতার মানববন্ধন মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ৫ নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার ৮ ধাপে আবেদন ফরম পূরণ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির “সর্বজনীন পেনশন নয়, সরকারি পেনশনই চাই” — আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত বাতিলের দাবি বাকবিশিস’ ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

মোঃ ওমর ফারুক বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক পদে মনোনীত

প্রতিনিধির নাম / ১৩৮ বার দেখা
আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক পদে মোঃ ওমর ফারুককে মনোনীত করা হয়েছে। সম্প্রতি বাবেশিকফোর কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. মাইন উদ্দিন ও মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
মোঃ ওমর ফারুক নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী মৌলভী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা আন্দোলন ও শিক্ষক-কর্মচারীদের অধিকার রক্ষায় তার ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতা বিবেচনায় ফোরামের কেন্দ্রীয় কমিটি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে।
এ বিষয়ে মোঃ ওমর ফারুক বলেন, “এই মনোনয়ন আমার জন্য একান্ত গৌরবের। কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বজায় রেখে দেশের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিব তাকে অভিনন্দন জানিয়ে বলেন, সংগঠনের কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ও দক্ষতা সংগঠনের অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, বাবেশিকফো দেশের বেসরকারি শিক্ষকদের অধিকার আদায়, ন্যায়সংগত বেতন কাঠামো ও চাকরির নিরাপত্তার জন্য কাজ করা একটি ঐক্যবদ্ধ জাতীয় প্লাটফর্ম।
মোঃ ওমর ফারুকের এ অর্জনে নেত্রকোনা জেলার শিক্ষক সমাজসহ সংশ্লিষ্ট সকল মহল অভিনন্দ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

You cannot copy content of this page