মোঃ ওমর ফারুক, নেত্রকোনা জেলা প্রতিনিধি : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রচলিত গণবিজ্ঞপ্তি প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সূত্র মতে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পর আর এ ধরনের আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না।
জানা গেছে, বর্তমানে শিক্ষক নিবন্ধন ও নিয়োগ কার্যক্রমে নতুন বিধিমালা প্রণয়নের কাজ চলছে। এ বিধিমালা কার্যকর হলে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিই হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। এতে শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি নিয়োগ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
এনটিআরসিএর একাধিক সূত্র জানায়, নতুন নিয়ম অনুযায়ী, একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। বয়স গণনার বিষয়েও নতুন নিয়ম যুক্ত করা হবে। এতে চাকরিপ্রার্থীদের দীর্ঘদিন অপেক্ষা কিংবা বয়সের সীমা নিয়ে জটিলতা তৈরি হবে না।
এনটিআরসিএ জানায়, সংশোধিত বিধিমালার খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। এটি বর্তমানে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে রয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হবে।
প্রসঙ্গত, এনটিআরসিএ এখন পর্যন্ত পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে। আসন্ন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আরও প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।
You cannot copy content of this page