ফরিদপুরের সদরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের বৈরাগী ডাঙ্গী ও ভাষানচর ইউনিয়নের ছমির হাজীর ডাঙ্গী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান।
গ্রেপ্তারকৃতদের নাম হলেন — চর বিষ্ণুপুর ইউনিয়নের বৈরাগী ডাঙ্গী গ্রামের জসিম গায়েনের ছেলে নুরু গায়েন (৪০) এবং ভাষানচর ইউনিয়নের ছমির হাজীর ডাঙ্গী গ্রামের হাসেম শেখের ছেলে দিদার শেখ (৩৫)।
সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “মানুষকে সেবা দিতে পুলিশ বদ্ধপরিকর। সদরপুর উপজেলায় শুধু মাদক নয়, যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে আমাদের অভিযান চলমান থাকবে।”
You cannot copy content of this page