• বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাটহাজারীতে স্লুইসগেটের পুনঃনির্মাণ কাজ বন্ধ করে দেয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। থানা থেকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ধামইরহাটে ছাত্র-জনতার মানববন্ধন মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ৫ নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার ৮ ধাপে আবেদন ফরম পূরণ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির “সর্বজনীন পেনশন নয়, সরকারি পেনশনই চাই” — আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত বাতিলের দাবি বাকবিশিস’ ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ আজ পহেলা মে, মহান মে দিবস

থানা থেকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ধামইরহাটে ছাত্র-জনতার মানববন্ধন

মো : অহিদুল ইসলাম / ১৪৩ বার দেখা
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার : নওগাঁর ধামইরহাট উপজেলায় থানা হেফাজত থেকে রক্ষিত এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্ন তছনছ কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত শাস্তির দাবিতে মাননবন্ধন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদের সামনে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে গত মঙ্গলবার রাতে থানা হেফাজতে থাকা ট্রাংক থেকে একসেট রাজশাহী বোর্ডের ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্র তছনছ ঘটনাটি ঘটে। পরে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। তদন্তে ওইদিন রাতে থানায় দায়িত্ব পালনে থাকা এসআই জাকিরুল ইসলাম ও কনস্টেবল ইকবাল হোসেন নামের দুইজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। এরপর রাজশাহী শিক্ষা বোর্ড ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্রটি বাতিল ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলায় ভয়াবহ মাদক ও চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড বেড়ে গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত প্রশ্ন ফাঁসে জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওত্তায় নিয়ে আসার জোর দাবী করছি।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি, এনসিপির জেলা সমন্বয়ক কমিটির সদস্য আব্দুর রহমান, রিফাতুল হাসান চৌধুরী সৈকত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

You cannot copy content of this page