• বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩। হাটহাজারীতে স্লুইসগেটের পুনঃনির্মাণ কাজ বন্ধ করে দেয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। থানা থেকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ধামইরহাটে ছাত্র-জনতার মানববন্ধন মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ৫ নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার ৮ ধাপে আবেদন ফরম পূরণ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির “সর্বজনীন পেনশন নয়, সরকারি পেনশনই চাই” — আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত বাতিলের দাবি বাকবিশিস’ ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ৩য় দিনের মতো অবস্থান কর্মসূচি।

মো : তোফায়েল সরকার / ১১০ বার দেখা
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করণের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ” এর উদ্যোগে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি ৩য় দিন

আজ ২১ জুন, ২০২৫ (শনিবার) সকাল ১০:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ” এর উদ্যোগে ১ম দিনের শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া।

উক্ত কর্মসূচীতে সভাপতির বক্তব্যে প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া বলেন- গত ফেব্রুয়ারী-মার্চ মাসের টানা ১৭ দিনের আন্দোলন চলাকালীন সময় ১১ মার্চ তারিখ আমাদের ৭ সদস্যের শিক্ষক প্রতিনিধি দলকে সচিবালয়ে আমন্ত্রণ জানান। মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব মহোদয় আলোচনার শুরুতে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এটা আপনাদের যৌক্তিক ও ন্যায দাবী। আপনাদের দাবীর কথা চিন্তু করে আগামী মে মাসের মধ্যে এমপিওর সকল কার্যক্রম শেষ করে পরিপত্র জারি করব এবং আগামী জুলাই মাস থেকে বেতন ধরা হবে। কিন্তু এখন পর্যন্ত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন নাই। তাই আমরা শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরনের জন্য বাংলাদেশের নন-এমপিও শিক্ষক-কর্মচারীগণ কাফনের কাপড় পরে জাতীয়প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী গ্রহণ করেছি। যতক্ষন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমপিওর সুনির্দিষ্ট কোন ঘোষণা না আসবে ততক্ষন পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান কর্মসূচীসহ কঠিন থেকে কঠিন কর্মসূচী গ্রহণ করা হবে।

উক্ত কর্মসূচীতে মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ দবিরুল ইসলাম বলেন যে, অর্ন্তবর্তীকালিন সরকার শিক্ষা বান্ধব সরকার। বাংলাদেশে প্রায় ২০০০ অধিক শিক্ষা প্রতিষ্ঠান ননএমপিও এসকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ ২০-২৫ বছর তারও অধিক সময় ধরে বিনা বেতনে চাকুরী করে পরিবার পরিজন নিয়ে সীমাহীন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে এবং শিক্ষার মান নিম্নের দিকে যাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের ধার প্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা মনে করেছিলাম এই শিক্ষা বান্ধব সরকার বৈষম্য দূর করে স্বীকৃতি প্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে অসহায় শিক্ষকদের মাঝে হাসি ফুটাবে। কিন্তু এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজে কোন অগ্রগতি দেখতে পারছি না। তিনি আরো বলেন- মাননীয় শিক্ষা উপদেষ্টা ও মাননীয় শিক্ষা সচিব মহোদয়কে বিনয়ের সহিত বলছি পরিস্থিতি খারাপের দিকে ঠেলে দিবেন না, একই দেশে দুই নীতি চলতে পারে না। যাহা চরম বৈষম্য, এই বৈষম্য দূর করে শিক্ষকদের সীমাহীন কষ্টের কথা চিন্তা করে স্বীকৃতি প্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের দাবী জানান। তা না হলে আমরা কাফনের কাপড় পরে রাজপথে নেমেছি রাজপথ থেকেই আমাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বো।

মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুস সাহাদাত আজাদী বলেন আমরা গত ২ মার্চ ২০২৫ ইং তারিখে সম্মিলিত ননএমপিও ঐক্য পরিষদের উদ্যোগে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করি। স্মারকলিপি গ্রহণ করেন মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানিত এপিএস সাব্বির আহমেদ। তিনি বলেছিলেন আমাদের বিষয়ে অবগত আছেন। আমাদের স্মারকলিপিটি তিনি প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। দুঃখের বিষয় মাননীয় প্রধান উপদেষ্টা এখনও পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আকুল আবেদন করছি, অনতিবিলম্বে স্বীকৃত প্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির ঘোষণা করবেন।

সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মুনিমুল হক বলেন- আপনারা জানেন গত ফেব্রুয়ারী-মার্চ ১৭ দিনের আন্দোলনের প্রেক্ষিতে ১১ মার্চ তারিখ স্বীকৃতি প্রাপ্ত ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের দাবী সরকার মেনে নিয়েছিলেন। কিন্তু সরকারের প্রতিশ্রুতি এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবং এমপিওভুক্তি কাজের অগ্রগতি দেখতে না পাওয়ায় নন এমপিও শিক্ষক কর্মচারীগণ হত্যাশ। এমনকি প্রস্তাবিত বাজেটে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির খাতে সুস্পষ্ট কোন বরাদ্দ রাখা হয়নি। তাই বাধ্য হয়ে রাজপথে নেমেছি। তিনি আরো বলেন ননএমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবী যৌক্তিক ও মানবিক এবং ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ রাষ্ট্রে দায়িত্ব।

এ সময় আরো বক্তব্য রাখেন যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক মোঃ ইমরান বিন সোলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক সুপার মোঃ ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আফতাবুল আলম, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মোঃ এরশাদুল হক, সমন্বয়ক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বাবুল, প্রভাষক মোঃ রায়হান কবির মিঠু, বিভিন্ন জেলা সভাপতি ও সম্পাদকসহ শিক্ষক নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
অধ্যক্ষ মোঃ মুনিমুল হক
সাংগঠনিক সমন্বয়ক
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ মোবাইল: ০১৭৩৩-২৮০৪০৭
ই-মেইল: munimul444@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

You cannot copy content of this page