আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছর থেকেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য শতকরা (%) হারে বাড়ি ভাড়া ও সরকারি চাকরিজীবীদের অনুরূপ চিকিৎসা ভাতা কার্যকরের জোর দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বিভিন্ন সংগঠনগুলো। তাঁরা বলছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে নামমাত্র ১০০০ টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা দিয়ে জীবনধারণ করা প্রায় অসম্ভব।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দের সাথে আলাপকালে তাঁরা বলেন “আমরা দীর্ঘদিন ধরে শিক্ষাব্যবস্থায় বৈষম্য নিরসনের দাবি জানিয়ে আসছি। সরকারি স্কুলের শিক্ষকরা যে সুযোগ-সুবিধা পান, আমরা তার থেকে অনেক পিছিয়ে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে বর্তমান ভাতায় বাসা ভাড়া তো দূরের কথা, যাতায়াত খরচও ঠিকমতো হয় না।”
তাঁরা আরও বলেন, “নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়নের শুরু থেকেই আমরা এই বৈষম্যের অবসান চাই। তাই সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ, এই যৌক্তিক দাবি মেনে নিয়ে ১লা জুলাই থেকেই যেন নতুন কাঠামোয় বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা কার্যকর করার প্রজ্ঞাপন জারি করা হয়।”
সাধারণ শিক্ষকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবির পক্ষে নিজেদের জোরালো অবস্থান ব্যক্ত করেছেন। তাদের প্রত্যাশা, সরকার তাদের এই মানবিক আবেদনটি বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে, যা সারা দেশের প্রায় পাঁচ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।
You cannot copy content of this page