ভালুকা উপজেলা:বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ভালুকা উপজেলায় আজ(২৩ জুন,২০২৫) সোমবার প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘কাব কার্নিভাল ২০২৫’। সকাল থেকে ভালুকা উপজেলা ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০জন শিক্ষার্থীর অংশগ্রহণে নানা আয়োজন ও শিশু-কিশোরদের অংশগ্রহণে মুখর ছিল বিদ্যালয় এলাকা।
প্রোগ্রামের শুরুতে স্কাউট পতাকা উত্তোলন এবং কাব কার্নিভালের শুভ উদ্বোধন করেন উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। উপজেলা কাব লিডার মো. জামাল উদ্দিন পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্কাউট কমিশনার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব,মো. কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল,উপজেলা স্কাউট সম্পাদক আজিজুল হক,ভালুকা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব,মো:নাজমুল হক, সাধারণ সম্পাদক,জনাব,মো:নাজমুল আলম সোহাগ,ভালুকা উপজেলা ঐক্যজোটের সভাপতি,সাধারণ সম্পাদক,ভালুকা উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি/ সম্পাদক ও
ভালুকা উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকবৃন্দ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আয়োজনে শিশু-কাব সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ,চিত্রাঙ্কন,কুইজ প্রতিযোগিতা, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আকর্ষণীয় আয়োজন অনুষ্ঠিত হয়। ছোটদের জন্য ছিল বেলুন,ফেস্টুন,রঙিন সাজসজ্জা ও বিশেষভাবে তৈরি কার্নিভাল স্টল।
উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে বলেন”বাংলাদেশ স্কাউটস’র উদ্যোগে এমন আয়োজন শিশু-কিশোরদের মাঝে নেতৃত্ব গুণ, শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করি।”
উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে দেশব্যাপী কাব স্কাউটিং কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের কার্নিভালে ভালুকা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন
You cannot copy content of this page