সারাদেশের এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের সরকারি অংশ (এমপিও) জুলাই মাসের শুরুতে ছাড় করা হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
ইএমআইএস সেলের একজন কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। প্রক্রিয়া শেষে জুলাই মাসের প্রথম দিকেই বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সাধারণত, মাসের শেষে অথবা পরবর্তী মাসের শুরুতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড় করা হয়। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে শিক্ষকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে বেতনের টাকা সরাসরি পৌঁছে যায়।
এর আগে গত সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যার ফলে তাদের বেতন ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পাবে। এই বর্ধিত অর্থ আসন্ন বেতনের সাথে যুক্ত হবে কিনা, সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে সরকারের কাছ থেকে তাদের বেতনের মূল অংশ এবং কিছু নির্দিষ্ট ভাতা পেয়ে থাকেন। এই অর্থ ছাড়ের বিষয়টি মাউশি কর্তৃক পরিচালিত হয় এবং নির্ধারিত প্রক্রিয়া শেষে ব্যাংকগুলোর মাধ্যমে শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া হয়।
You cannot copy content of this page