গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে নগদ প্রায় ১১ লাখ টাকা, বিপুল পরিমাণ সীম কার্ড, মাদক ও হ্যাকিং এর বিভিন্ন ডিভাইস সহ ২ চিহ্নিত হ্যাকারকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার মাঝ রাত থেকে আজ সকাল পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে হ্যাকার মাসুম বিল্লাহ (২৫) ও একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া (৫০)।
তারা দীর্ঘদীন থেকে হ্যাকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে, অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের এ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মধ্য রাতে সেনাবাহিনীর একটি টিম ও থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান শুরু করে আজ সকাল পর্যন্ত অভিযান চালায়। এ অ়ভিযানে হ্যাকার মাসুম বিল্লাহ ও বুলু মিয়ার কাছ থেকে নগদ ১১ লাখ ৪ হাজার ৪৯২ টাকা, ২২৫৪টি সীম কার্ড, সিসি ক্যামেরা, ২টি হার্ড ডিস্ক, ৭টি মোবাইল ফোন, টাকা গণনার মেশিন, ১৯ পিস ইয়াবা, বিভিন্ন হ্যাকিং ডিভাইস সহ তাদের আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে মাদক ও প্রতারণা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
You cannot copy content of this page