জামালপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর-৫ সদর আসনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ আলোচনা সভা ২২ জুন, রবিবার বিকেলে শহরের মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি এ সভার আয়োজন করে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন।
প্রধান অতিথির বক্তব্যে জি এম রুহুল আমীন বলেন, আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে সামনের নির্বাচনের দিকে ধাবিত হব। আমাদের প্রস্তুতি যদি সেভাবে না থাকে তাহলে আমরা সেই নির্বাচনের সঠিক ফলাফল পাওয়া সম্ভব হবে না। তৃণমূলে যদি হাতপাখার দাওয়াত সর্বোচ্চ পৌঁচ্ছে দিতে পারি এবং তৃণমূল সংগঠনের দক্ষ ও যোগ্য দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে পারি তাহলে নির্বাচনের কাঙ্ক্ষিত ফসল আমাদের ঘরে তোলা সম্ভব হবে। এই আসনে আমরা হাতপাখাকে বিজয়ী দেখতে চাই ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে সকল নেতা-কর্মীদের ঐকবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার উপদেষ্টা ডা. সৈয়দ মো. ইউনুস আহমাদ, সভাপতি মুফতী মোস্তফা কামাল, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, বাংলাদেশ মুজাহিদ কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি শামসুল হক প্রমুখ। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও সদর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশ নেন।
You cannot copy content of this page