• রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩। হাটহাজারীতে স্লুইসগেটের পুনঃনির্মাণ কাজ বন্ধ করে দেয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। থানা থেকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ধামইরহাটে ছাত্র-জনতার মানববন্ধন মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ৫ নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার ৮ ধাপে আবেদন ফরম পূরণ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির “সর্বজনীন পেনশন নয়, সরকারি পেনশনই চাই” — আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত বাতিলের দাবি বাকবিশিস’ ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

“বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত”

ছামিউল ইসলাম রিপন / ২৯২ বার দেখা
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

সরিষাবাড়ী ও ধনবাড়ী প্রতিনিধি: বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন মাইলফলক যুক্ত হলো। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে (Google Pay)। মঙ্গলবার, ২৪ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এই উদ্যোগের মাধ্যমে সিটি ব্যাংক হয়ে উঠেছে দেশের প্রথম ব্যাংক, যারা সরাসরি গুগল পে’র সঙ্গে যুক্ত হয়েছে। এই যৌথ উদ্যোগে মাস্টারকার্ড ও ভিসা থাকছে সহযোগী হিসেবে, যারা আন্তর্জাতিক মানের কার্ড সেবা ও নিরাপত্তা প্রযুক্তি দিয়ে লেনদেনকে সহজ, নিরাপদ ও তাৎক্ষণিক করতে সহায়তা করবে।

গুগল পে’র মাধ্যমে এখন থেকে বাংলাদেশের গ্রাহকরা তাদের স্মার্টফোনেই সহজেই নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন। এটি বিশেষভাবে উপকারী হবে ই-কমার্স, কন্ট্যাক্টলেস পেমেন্ট ও স্মার্ট রিটেইল সেবার জন্য।

সুবিধাসমূহ:

স্মার্টফোনের মাধ্যমে কিউআর স্ক্যান করে দ্রুত পেমেন্ট

ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে ব্যাংক একাউন্ট সংযুক্ত করে লেনদেন

আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও এনক্রিপশন

NFC (Near Field Communication)-সক্ষম ফোনে কন্ট্যাক্টলেস পেমেন্ট

সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ ফিচার ও অফার

অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন, “বাংলাদেশে ফিনটেক খাত দ্রুত এগিয়ে যাচ্ছে। গুগল পে’র মতো একটি বৈশ্বিক প্রযুক্তি সেবা যুক্ত হওয়ায় আমরা এক নতুন যুগে প্রবেশ করলাম।”

এছাড়াও গুগলের প্রতিনিধি, মাস্টারকার্ড ও ভিসার আঞ্চলিক কর্মকর্তারা বাংলাদেশে ডিজিটাল অর্থনীতির অগ্রগতিতে এই উদ্যোগকে যুগান্তকারী হিসেবে আখ্যায়িত করেন।

বিশেষ দিক:

এটি শুধু একটি পেমেন্ট অ্যাপ নয়, বরং একটি ডিজিটাল ওয়ালেট ও ইকোসিস্টেম, যেখানে ব্যাংক, ক্রেডিট কার্ড, রিওয়ার্ড ও লয়্যালটি সেবা সব একত্রিত।

গুগল পে বর্তমানে বিশ্বের ৭০টিরও বেশি দেশে চালু রয়েছে। বাংলাদেশ এই তালিকায় নবতম সংযোজন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ দেশের ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট অর্থনীতি বাস্তবায়নে সহায়ক হবে।

গুগল পে’র আনুষ্ঠানিক সূচনা দেশের আর্থিক প্রযুক্তি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর মাধ্যমে নগদবিহীন সমাজ গড়ার পথ আরও সুগম হলো এবং সাধারণ জনগণ আরও বেশি ডিজিটাল আর্থিক সেবায় অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

You cannot copy content of this page