জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের বাউসী চন্দনপুর এলাকার মানিকের মোড় সংলগ্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৩ জুন) সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুরশেদ মিয়ার বসতঘর থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অল্প সময়েই আগুনের লেলিহান শিখায় খুরশেদ মিয়া, মফিজ উদ্দিন, আব্দুল হাকিম ও সুরুজ মিয়ার চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরগুলোর ভিতরে থাকা মূল্যবান আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, সোনার গহনা, চিকিৎসা খাতে জমিয়ে রাখা নগদ অর্থ এবং প্রায় ১৫০ মণ ধানও আগুনে পুড়ে গেছে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালালেও আগুনের তীব্রতা এতটাই ছিল যে, তা কার্যকর হয়নি।
পরে খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘর, জমানো টাকা, গয়না সবকিছু আগুন কেড়ে নিয়েছে। এখন আমরা নিঃস্ব।”
এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, “খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
You cannot copy content of this page