জামালপুর প্রতিনিধিঃ প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এ স্লোগান সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ২৫ জুন, বুধবার জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জামালপুর পরিবেশ অধিদপ্তর এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
এ উপলক্ষে শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, অপচনশীল প্লাস্টিক ও পলিথিন পণ্য মাটির উর্বরতা নষ্ট করে। মানবদেহের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টির পাশাপাশি জীববৈচিত্র ধংস করছে। পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। শহরে জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ এই প্লাস্টিক ও পলিথিন বর্জ্য। পলিথিন ব্যবহারে সবাইকে নিরুৎসাহিত করতে তিনি উপস্থিত অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
তিনি আর বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৬ এর ক ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সরকার কঠোরভাবে যেকোন প্রকার পলিথিন শপিং ব্যাগ বা এরূপ সামগ্রীর উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে এবং বর্ণিত আইনে শাস্তি ও জরিমানার বিধান রেখেছে।
অতিরক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটির প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপনা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশন, বিডি ক্লিন, অধম্য-১৯, গার্লস গাইড, বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন।
আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
You cannot copy content of this page