মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুর জেলা শহরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লোল (৪৮) ও আকমল হোসেন লাবিব (২২) নামের দুইজন নি-হ-ত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের ওয়াবদা সড়কের বন বিভাগের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লোল জেলার গাংনী উপজেল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন সহকারি প্রকৌশলী ছিলেন। তিনি সদর উপজেলার গহরপুর গ্রামের হাসান আলীর ছেলে। অপর নিহত আকমল হোসেন জেলা শহরের শেখপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে।
প্রত্যক্ষদর্শী আনিসুল হক জানান, আকমল হোসেন গাংনীর দিক থেকে মেহেরপুর শহরের দিকে এবং মাহফুজুর রহমান কল্লোল মেহেরপুর শহর থেকে গাংনীর দিকে যাচ্ছিলেন। মেহেরপুর বন বিভাগের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উ-দ্ধা-র করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নি-হ-ত দুজনের লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে নেয়া হয়েছে।
You cannot copy content of this page