গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি (গাইবান্ধা):গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন একটি শিক্ষাবান্ধব অঞ্চল হিসেবে পরিচিত। এই এলাকায় রয়েছে একসাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, যা স্থানীয়দের জন্য গর্বের বিষয়। এর মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠান মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা এবং মহিমাগঞ্জ মহাবিদ্যালয়। পাশাপাশি রয়েছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেগুলো একই এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত।
এছাড়া এখানকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দুটি বেসরকারি স্বনামধন্য প্রতিষ্ঠান—মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুল ও ফিউচার ব্রাইট পাবলিক স্কুল।
তবে এতসব শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের যাতায়াত পথটি হয়ে উঠেছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শত শত বালুবাহী ভারী ট্রাক এই স্কুল-সংলগ্ন রাস্তাগুলো দিয়ে চলাচল করে। এসব যানবাহনের গতি অত্যন্ত বেশি, এবং অতিরিক্ত লোড থাকায় সেগুলো রাস্তায় দুলতে দুলতে চলে—ফলে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রাস্তা পার হয়।
অন্যদিকে, ভারী যান চলাচলের ফলে রাস্তাগুলোর অবস্থা দিন দিন নাজুক হয়ে পড়ছে। অনেক জায়গায় রাস্তার পিচ উঠে গেছে, কোথাও কোথাও গভীর গর্ত তৈরি হয়েছে—যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
একজন সচেতন অভিভাবক বলেন,
এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে—শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন রাস্তায় ভারী যানবাহনের চলাচল দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে বিকল্প রুট ব্যবহারের ব্যবস্থা করতে হবে, যাতে কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা যায়।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সচেতন মহিমাগঞ্জবাসী।
You cannot copy content of this page