হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি।
হাটহাজারীতে দৈনিক সমকালের সাংবাদিক মহিন উদ্দিনকে প্রাণনাশের হুমকি
দিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এ অভিযোগকারী। এ বিষয়ে সাংবাদিক মহিন উদ্দীন জানান, গত রোববার (২২ জুন) রাত ১০টার দিকে তিনি থানায় অভিযোগ করেন। অভিযুক্ত ব্যক্তি ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া গ্রামের মৃত আব্দুল বারী চৌধুরীর পুত্র শফিউল আলম স্বপন (৪৫), যার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮৩৭-৫১৫৭৫৩।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি শফিউল আলম স্বপন একজন চিহ্নিত মাটিখেকো ও ভূমিদস্যু। তিনি জাকির হোসেন ওরফে সেয়ান মানিক নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে সাংবাদিক মহিন উদ্দীনের পরিবারের দখলীয় জায়গা দখলের চেষ্টা করেন। গত রোববার সন্ধ্যায় মহিন উদ্দীন তাকে ফোনে বিষয়টি জানতে চাইলে স্বপন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। তিনি হুমকি দিয়ে বলেন, “জায়গা দখল করবই, যা ইচ্ছা তাই কর। বাধা দিলে তোকে ও তোর ভাইদের হাত-পা ভেঙে দিব, গুম-খুন করব।”
মহিন উদ্দীন আরও জানান, তার মায়ের অসুস্থতার কারণে পরিবারের সবাই নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ছিলেন। এ সুযোগে স্বপন তাদের বাগানে গিয়ে গাছপালা কেটে জায়গা দখলের চেষ্টা করে। খবর পেয়ে ফোন করলে তাকে হুমকি দেয় এবং কল কেটে দেয়। ঘটনার পর হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগ করে লিখিত অভিযোগ করেন মহিন উদ্দীন। এ বিষয়ে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
You cannot copy content of this page