• রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩। হাটহাজারীতে স্লুইসগেটের পুনঃনির্মাণ কাজ বন্ধ করে দেয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। থানা থেকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ধামইরহাটে ছাত্র-জনতার মানববন্ধন মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ৫ নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার ৮ ধাপে আবেদন ফরম পূরণ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির “সর্বজনীন পেনশন নয়, সরকারি পেনশনই চাই” — আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত বাতিলের দাবি বাকবিশিস’ ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

আজ থেকে শুরু এইস.এইস.সি ও সমানের পরিক্ষা!!

কুতুব উদ্দিন আহমেদ / ২০৪ বার দেখা
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

কোভিড ও ডেঙ্গুর শঙ্কার মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বসছে বৃহস্পতিবার (২৬ জুন)। এদিন সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। নয়টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ অগাস্ট। ১১ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৭ জুলাই পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত।

২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।

বৃহস্পতিবার নয়টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে যারা পরীক্ষায় বসবেন তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন, ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। তারা ৯ হাজার ৩১৪ শিক্ষাপ্রতিষ্ঠারে ২ হাজার ৭৯৭ কেন্দ্রে পরীক্ষা দেবে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গতবারের চেয়ে ৮১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী কমেছে।

এদিকে কোভিড ও ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, পরীক্ষার্থীদের কোভিড-১৯ সংক্রামণ থেকে সুরক্ষিত রাখতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে বলা হয়েছে। ডেঙ্গুরোধে পরীক্ষা কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কেন্দ্র সবার স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। তবে কোভিড মহামারীর কারণে এই সূচি পাল্টে যায়। ভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে।

এক নজরে

>> মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছর নয় সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৫২০ জন।

>> এবার ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমান পরীক্ষায় বসছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।

>> সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসবে ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন।

>> এবার ৪ লাখ ৯১ হাজার ২৮৪ জন ছাত্র, ৫ লাখ ৬৪ হাজার ১১৪ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে।

>> ৪ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ১৬০৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

>> এইচএসসিতে এবার পরীক্ষার্থী কমেছে ৭২ হাজার ৮৮৩ জন।

>> মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় বসবে ৮৬ হাজার ১০২ জন শিক্ষার্থী, তাদের মধ্যে ছাত্র ৪৬ হাজার ৬২৮ আর ছাত্রী ৩৯ হাজার ৪৭৪ জন।

>> ২ হাজার ৬৮২টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৪৫৯টি কেন্দ্রে পরীক্ষায় বসবে।

>> এবার আলিমের পরীক্ষার্থী কমেছে ১ হাজার ৯৭৪ জন।

>> কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী; তাদের মধ্যে ৮০ হাজার ১০৩ জন ছাত্র, ২৯ হাজার ৫০৮ জন ছাত্রী।

>> ১ হাজার ৮২৪টি প্রতিষ্ঠানের এ শিক্ষার্থীরা ৭৩৩টি কেন্দ্রে পরীক্ষায় বসবে।

>> এবার কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী কমেছে ৭ হাজার ২৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

You cannot copy content of this page