জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ ২৬ জুন, বৃহস্পতিবার দুপুর ১২টায় গাজীপুরের মূল ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘ এক যুগ পর ২০২৫ সালের ৩১ মে দেশে একযোগে অনুষ্ঠিত হয় স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। দেশের প্রায় ৩০০ কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী।
এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন, যা মোট পরীক্ষার্থীর ৮২.১৭ শতাংশ। পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৩৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ৩৩.২৮ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের বেশি নম্বর অর্জন করেছেন, যা প্রায় ১ লাখ ৫৩ হাজার ২৭৪ জন। বাকি ৬৬.৭২ শতাংশ শিক্ষার্থী ৩৫ থেকে ৫০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন।
১ম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী
ফলাফলে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ১ম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৮ জুন ২০২৫ থেকে তাদের ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
ফলাফল ঘোষণায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা
ফলাফল ঘোষণার সময় উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং জনসংযোগ দপ্তরের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে উচ্চশিক্ষা খাতে স্বচ্ছতা, মেধাভিত্তিক মূল্যায়ন এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সফল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ নির্দেশনা: উত্তীর্ণ শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে ফলাফল এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা দেখতে ও ডাউনলোড করতে পারবেন। ভর্তি সংক্রান্ত যেকোনো জটিলতায় সংশ্লিষ্ট কলেজের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
You cannot copy content of this page