জামালপুর প্রতিনিধিঃ জামালপুর শহরের বেসরকারি প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ঘটনার পর পরই কলেজের ভবনে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে কলেজে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
জানা গেছে, শহরের দড়িপাড়া এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজটির কোনো বোর্ড অনুমোদন না থাকায় জেলার অনুমতিপ্রাপ্ত অন্য শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র বাবদ ১০ থেকে ১২ হাজার টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রবেশপত্র হাতে পায়নি কেউই। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজ চত্বরে জড়ো হয়ে প্রতিবাদ জানান।
বুধবার (২৫ জুন) রাত পর্যন্ত অপেক্ষা করেও প্রবেশপত্র না পেয়ে ছাত্র-অভিভাবকরা কলেজে গিয়ে অধ্যক্ষের কক্ষে হট্টগোল শুরু করেন। এর পরই কলেজের সাইনবোর্ড খুলে কলেজ ভবনে তালা লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় কলেজ কর্তৃপক্ষ।
অভিভাবকরা বলছেন, সন্তানদের ভবিষ্যৎ ধ্বংসের দায় প্রতিষ্ঠানকে নিতে হবে। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং শিক্ষার্থীদের বিকল্পভাবে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হাসান জানান, প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কোনো অনুমোদন নেই। বিষয়টি আমরা শুনেছি। শিক্ষার্থীরা যদি আগেই আমাদের জানাতো, তাহলে বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া যেত। এখনও যদি লিখিত অভিযোগ আসে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেছেন, প্রমাণসহ লিখিত অভিযোগ দিলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বছর জামালপুর জেলার ৫২টি কেন্দ্রে মোট ২৬ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
You cannot copy content of this page