জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ হারিয়েছেন আতাউর রহমান (৫০) নামে এক স্কুল শিক্ষক। ঢাকা অভিমুখী একটি বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে সামিউল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের পোল্লাকান্দি ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামের মৃত শামসুদ্দিন বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে নিয়মিত হাঁটতে বের হন আতাউর রহমান ও সামিউল ইসলাম। তারা পোল্লাকান্দি ব্রিজ এলাকায় রাস্তার পাশে হাঁটছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুজন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত সামিউল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হওয়ার খবর পেয়েছি। প্রাইভেটকারটি শনাক্ত ও আইনি প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে।
You cannot copy content of this page