মো: তানজিম হোসাইন, বিশেষ প্রতিনিধি:চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে যানজট ও জনদুর্ভোগ কমাতে পরীক্ষার্থীদের কেন্দ্র চত্বরে প্রবেশ নিয়ে সময়সীমা নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
শনিবার (২৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা ৩০ মিনিট থেকে পরীক্ষার্থীদের কেন্দ্র চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কেন্দ্রসমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের সময়মতো ও নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যানজট ও জনসমাগম সীমিত রাখতে অভিভাবকসহ অনান্য ব্যক্তিদের কেন্দ্র চত্বরে প্রবেশ সীমিত রাখতে হবে।
উল্লেখ্য, পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বঘোষিত নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।
You cannot copy content of this page