সরিষাবাড়ী ও ধনবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন, খুলনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। গতকাল শনিবার ২৮শে জুন খুলনার একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি খান আনোয়ার হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মো. শান্ত ইসলাম। ‘অগ্নিঝরা বক্তা’ হিসেবে পরিচিত শান্ত ইসলাম বলেন, “মাদ্রাসা শিক্ষায় বৈষম্য আজও রয়ে গেছে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের বিকল্প নেই। এতে কেবল শিক্ষকদের প্রাপ্য মর্যাদাই প্রতিষ্ঠিত হবে না, শিক্ষার মানও উন্নত হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ারুল করিম মিন্টু ও সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস. এম. কামরুজ্জামান। এছাড়া খুলনা জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকনেতৃবৃন্দ এবং সদস্যরাও সভায় অংশ নেন।
সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষায় দীর্ঘদিনের বৈষম্য, অবহেলা এবং চাকরি-নিরাপত্তাহীনতার নানা দিক তুলে ধরে জাতীয়করণের দাবি জোরালোভাবে উপস্থাপন করেন।
সভা শেষে খুলনা জেলা কমিটির নতুন নেতৃত্ব গঠিত হয়। নতুন সভাপতি নির্বাচিত হন এস এম গুলজার হোসেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রোজিনা খাতুন, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল-মামুন।
সভা শেষে উপস্থিত শিক্ষকরা জানান, যতদিন না পর্যন্ত মাদ্রাসা শিক্ষকদের প্রতি ন্যায্যতা প্রতিষ্ঠা হচ্ছে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।উ
You cannot copy content of this page