ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ঢাকাস্থ গোবিন্দগঞ্জ ইপিজেড বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ২১ জুন আহবায়ক কমিটির এক বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়। রাজধানীর বনানী বুয়েট গ্রাজুয়েট ক্লাবে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সচিব পর্যায়ে কর্মরত ব্যক্তিদের সমন্বয়ে গোবিন্দগঞ্জ ইপিজেড বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে আছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আল আমিন সরকার ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব একেএম আমিরুল ইসলাম। তাঁরা ইপিজেড বাস্তবায়নের অগ্রগতি জানতে তদারকি করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।
ইঞ্জিনিয়ার হাসান মোস্তফা চৌধুরী রবির সভাপতিত্বে এবং স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আল-আমিন সরকার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
You cannot copy content of this page