সরিষাবাড়ী ও ধনবাড়ী প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ কার্যক্রমকে সামনে রেখে আজ ৩০শে জুন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বলদীআটা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও পরিবেশবান্ধব উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এ গাছ বিতরণ করা হয় মাদ্রাসায়।
এই কর্মসূচির নেতৃত্ব দেন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইন। তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করে গাছ লাগানোয় অংশ নেন উপাধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম, সহ. অধ্যাপক মোজাম্মেল হক, সহ. অধ্যাপক ইয়াকুব শরীফ, প্রভাষক সামিউল ইসলাম রিপন, প্রভাষক আমিনুল ইসলাম এবং সহকারী শিক্ষক সাইফুল ইসলামসহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থী।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, “এই গাছ একদিন ছায়া দেবে, ফল দেবে, এমনকি কারো জীবন বাঁচাবে। আজ আমরা শুধু গাছ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক টুকরো নিরাপদ পৃথিবীও গড়ে তুলছি।”
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সচেতন হতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে”। তিনি আরো বলেন, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে প্রতিবছর এমন কর্মসূচির আয়োজন করা হবে।
এ সময় শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে গাছ লাগানোতে অংশ নেয় এবং পরিবেশ রক্ষায় অঙ্গীকার করে-
“সবুজ বাঁচলে দেশ বাঁচবে, গাছই হবে আমাদের রক্ষাকবচ”
“গাছ লাগান, পরিবেশ বাচাঁন”।
এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, প্রকৃতিপ্রেম ও সচেতনতা জাগাতে বড় ভূমিকা রাখে বলে মন্তব্য করেন শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, বলদীআটা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পরিবেশ, সমাজ ও নৈতিকতা সম্পর্কিত বিভিন্ন উদ্যোগেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। আজকের কর্মসূচি ছিল তারই এক সুন্দর প্রমাণ।
You cannot copy content of this page