শাহারুল হক মুন্সি গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি,গাইবান্ধা:
২০২২ সালের এসএসসি পরিক্ষায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরুস্কার পেলেন গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহাবুবা আক্তার মুসকান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি এ পুরুস্কার প্রদান করেন।
১লা জুলাই (মঙ্গলবার) গোবিন্দগঞ্জ বি এম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল রায় মাহাবুবা আক্তারের অভিভাবকের হাতে এ পুরুস্কার তুলে দেন।
মুসকান গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের শিল্পপাড়ার আদনান প্রধান মেয়ে এবং মরহুম সোহারাব হোসেন প্রধান ও রওশন আরা হীরার নাতনি। তারা দাদি রওশন আরা হীরা জানান মুসকান এর আগে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরিক্ষায় ১ম বিভাগ অর্জন করে।
তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা নাতনি মুসকানের উচ্চ শিক্ষার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
You cannot copy content of this page