সরিষাবাড়ী ও ধনবাড়ী প্রতিনিধি: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান NTRCA-র (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য প্রণীত বদলি নীতিমালায় নিবন্ধিত (সনদপ্রাপ্ত) শিক্ষকদের অন্তর্ভুক্ত না করায় অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক সমাজ। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে ‘বদলি প্রত্যাশিত এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষক ফোরাম’ আগামী ২ জুলাই ২০২৫, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ও লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে।
ফোরামের নেতৃবৃন্দ জানিয়েছেন, সনদপ্রাপ্ত অনেক শিক্ষক বিগত এক দশক বা তার বেশি সময় ধরে শিক্ষকতার অপেক্ষায় রয়েছেন। কিন্তু শুধুমাত্র সুপারিশপ্রাপ্ত শিক্ষককেই বদলি নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক এবং আদর্শ শিক্ষকতার নীতিমালার পরিপন্থী।
সম্প্রতি হাইকোর্ট এক রুলে উল্লেখ করেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরির জ্যেষ্ঠতা গণনা করতে হবে যোগদানের তারিখ থেকে, এমপিওভুক্তির তারিখ থেকে নয়। এ নির্দেশের আলোকেও শিক্ষকদের বদলি এবং পেশাগত অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পুনর্বিবেচনা দাবি করছেন আন্দোলনকারী শিক্ষকরা।
কর্মসূচির সময়সূচি:
তারিখ: ২ জুলাই ২০২৫, মঙ্গলবার
সময়: সকাল ৮টা থেকে
স্থান: জাতীয় প্রেসক্লাব, ঢাকা
তাদের দাবি:
১. বদলি নীতিমালায় সনদপ্রাপ্ত নিবন্ধিত শিক্ষকদের অন্তর্ভুক্তি
২. নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন অপেক্ষমাণ শিক্ষকদের অগ্রাধিকার
৩. বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও তথ্যপ্রযুক্তি নির্ভরতা
৪. উচ্চ আদালতের রুল অনুযায়ী চাকরির জ্যেষ্ঠতা নির্ধারণে অবিলম্বে নির্দেশ বাস্তবায়ন
শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে।
You cannot copy content of this page