গাইবান্ধার গোবিন্দগঞ্জে মো. শেখ রিপন নামের ৩৮ বছরের এক যুবক পারিবারিক কলহের জেরে মায়ের উপর অভিমান করে স্বেচ্ছায় নিখোঁজ হয়েছেন।
গত সোমবার (৩০ জুন) সকাল ৭টায় উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর (পাঁছপাড়া) গ্রামে তার বাসা থেকে বের হয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে যানবাহনে যাতায়াতের পথে তিনি নিখোঁজ হন।
রিপনের গায়ের রঙ ফর্সা, মাথার চুল ছোট/খাটো, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ৭০ কেজি ও মুখমণ্ডল গোলাকার। তিনি সুস্থ ও স্বাভাবিক একজন মানুষ।
এ ঘটনায় মঙ্গলবার (১ জুন) গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ৩৮) করা হয়েছে।
কেউ রিপনের সন্ধান পেলে অনুগ্রহপূর্বক যোগাযোগ করতে বিনীত অনুরোধ করেছেন তার মা মোছা. রিনা বেগম।
মুঠোফোনে যোগাযোগ:
রিপনের শ্বশুর বেলাল সরকার: ০১৭৫৩৪৩৪০৫৫ ও মামাতো ভাই সৈকত সরকার: ০১৭৪৪৩২৩০৬০
ঠিকানা: বুজরুক বোয়ালিয়া (মধ্যপাড়া), ওয়ার্ড ৬, গোবিন্দগঞ্জ পৌরসভা, গাইবান্ধা।
You cannot copy content of this page