শাহারুল হক মুন্সি গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি,গাইবান্ধা:গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় জেলা স্টেডিয়াম মাঠে ‘আয়োজিত”জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে” ধারাবাহিক খেলায় আজ বৃহস্পতিবার সাঘাটা উপজেলা ০৩ গোলে গাইবান্ধা সদর কে হারায়। এর আগেই সাঘাটা উপজেলা দল সেমিফাইনাল নিশ্চিত করেন।
এই খেলাটা শুধুমাত্র রানারআপ ও চ্যাম্পিয়ান নির্ধারনি ম্যাচ ছিলো। খেলায় মান অফ দ্যা ম্যাচ হন বিকেএসপির তারকা খেলোয়াড় মধ্যমাঠের প্লে ম্যাকার জিয়ন সরকার
উক্ত খেলায় ছিলেন অতিথিবৃন্দ এবং জেলার কর্মকর্তাবৃন্দ। স্টেডিয়ামে গ্যালারীতে হাজারো ফুটবল প্রেমী দর্শক খেলা উপভোগ করেন।
You cannot copy content of this page