শিক্ষকতা হচ্ছে সম্মানজনক একটি মহান পেশা,এবং সব পেশার সেরা। শিক্ষকরা হচ্ছেন সভ্যতার ধারক- বাহক। শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তিনি মানুষ গড়ার কারিগর ও । পিতা-মাতা আমাদের জীবন দান করেন ঠিকই ।
শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। শিক্ষকরা স্ব- মহিমায় বিশুদ্ধ জ্ঞান মানবিক আর নৈতিক শিক্ষায় সুশিক্ষিত এবং দীক্ষিত করে গড়ে তোলেন দেশের যোগ্য নাগরিক। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, শিক্ষকবৃন্দ হচ্ছেন এই মেরুদণ্ড গড়ার কারিগর । এ সমাজের মধ্যে নৈতিক বিচারে শিক্ষকদের চেয়ে সম্মার্নিত, শিক্ষকতার চেয়ে মর্যাদাপূর্ণ পেশা দ্বিতীয়টি নেই । এ কথা সর্বজন স্বীকৃত যে, পৃথিবীতে যতগুলো সম্মানজনক পেশা আছে এসব পেশার মধ্যে শিক্ষকতা সর্বোচ্চ সস্মানিত পেশা । একজন শিক্ষক সমাজের সব শ্রেণির মানুষের কাছে অত্যন্ত মর্যাদা ও সম্মানের পাত্র। উন্নত বিশ্বের শিক্ষকতা পেশাকে শ্রেষ্ঠ পেশা হিসাবে গণ্য করা হয়। ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি আর্দশ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষা আলোকিত বিনির্মাণের হাতিয়ার। শিক্ষকরা হলেন তার সুনিপুণ কারিগর। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ সৃষ্টি কোনভাবেই সম্ভব নয়। শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তিনি মানুষ গড়ার কারিগরও ।
লেখক শিক্ষক নেতা <> মাজহারুল আলম ভূঞা, যুগ্ন- মহাসচিব বাবেশিকফো কেন্দ্রীয় কমিটি।
You cannot copy content of this page