এস, এ হুমায়ুন,হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানাধীন পৌরসভার একটি পুকুরে থেকে লাশটি উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয়রা পুকুরে এক নারীর ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে হাটহাজারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দিন বলেন, পুকুরে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে জানানো হয়।
হাটহাজারী মডেল থানা সেকেন্ড অফিসার নাজমুল হাসান বলেন, এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।
You cannot copy content of this page