বিশেষ প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে পরিত্যক্ত একটি ক্লিনিকের কক্ষে নিয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে ব্লেড দিয়ে খুঁচিয়ে গুরুতর জখম করেছে উজ্জ্বল নামে এক দুর্বৃত্ত।
ভুক্তভোগী শিশুর নাম শুভ। স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল কৌশলে শুভকে ফুঁসলিয়ে পরিত্যক্ত ক্লিনিকের একটি কক্ষে নিয়ে যায়। এরপর সেখানে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে উজ্জ্বল পালিয়ে যায়।
বর্তমানে আহত শুভ শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন রয়েছে।
নির্যাতনের ধরন অনুযায়ী তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এমনটাই ভাবছেন অভিজ্ঞ মহল।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও শুভর পরিবার এ নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়েছে কিনা,এই পোস্ট করা পর্যন্ত এখনো জানা সম্ভব হয়নি।।
You cannot copy content of this page