হারানো বিজ্ঞপ্তি –
গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ রেজাউল প্রধানের স্ত্রী মোছাঃ দুলালী বেগম গতকাল ০৭/০৭/২০২৫ ইং, সোমবার বিকেল ৪টায় ফাঁসিতলায় একা ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ হন।
এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজন, পরিচিত সবার সাথে যোগাযোগ করা হয়েছে – কিন্তু কেউই তাঁর সন্ধান দিতে পারেননি।
যদি কেউ উনাকে দেখে থাকেন বা কোন তথ্য জানতে পারেন, অনুগ্রহ করে নিচের নাম্বার দুটোর যেকোনোটিতে যোগাযোগ করুন:
01739359202
01617846086
আপনার একটি ছোট সহায়তায় ফিরতে পারে একটি পরিবারে শান্তি। দয়া করে শেয়ার করুন।
You cannot copy content of this page