আ: রহমান খোকন,গলাচিপা,পটুয়াখালী: বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার ধারণা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার ধারণা বেইজবিল্ড ডিজিটাল অ্যাকাডেমির হল রুমে অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী মেডিকেল কলেজের রেজিস্ট্রার (মেডিসিন বিশেষজ্ঞ) ডাক্তার মো. ইমাম সিকদার।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব তরিকুল ইসলাম মুন্না, যুগ্ম সদস্য সচিব অনন্যা অনু, বেইসবিল্ড ডিজিটাল একাডেমির প্রধান শিক্ষক রেদওয়ান তালাল, সহকারী প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান সুমন, সহকারী শিক্ষক আল আমিন, বোয়ালিয়া ছালেহিয়া দাখিল মাদ্রার সিনিয়র সহকারী শিক্ষক মো. হামিদুল ইসলাম,
সাজমুল ইসলাম ও সাংবাদিক আহসান উদ্দিন জিকো প্রমুখ। প্রধান অতিথি ডাক্তার ইমাম হোসেন উপস্থিত শিক্ষার্থীদের নাক দিয়ে রক্তপাত, খিচুনি, হার্ড অ্যটাক, শরীরের কোন অংশ কেটে বা ভেঙ্গে গেলে, ডায়রিয়া, মৃগী রোগসহ ইত্যাদি রোগের প্রাথমিক চিকিৎসা বিষয়ে ধারণা দেন। এ ধরনের কর্মশালা নতুন প্রজন্মের সচেতনতা সৃষ্টি করবে এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা লাভ করবে ও সচেতন হবে।
You cannot copy content of this page