আ:রহমান খোকন, গলাচিপা প্রতিনিধি :সারাদেশের আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) রাতে মাদরাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রকৌশলী মো. রুহুল আমিনের সাথে ফোনে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন ফেনী, নোয়াখালী অঞ্চলের বন্যার কারণে সারাদেশেই কারিগরি শিক্ষা বোর্ডের আগামীকালকের পরীক্ষা স্থগিত হয়েছে। মূলত পরীক্ষার্থীদের যাতায়াত সমস্যার কথা জানিয়েছেন কেন্দ্রের সচিবেরা। তারা জানিয়েছেন, কেন্দ্রে পরীক্ষা নেয়া যাবে কিন্তু দূর-দূরান্ত থেকে পরীক্ষার্থীরা আসতে পারবেন না বন্যার কারণে।
অপরদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানও সংবাদকর্মীদের বলেন, বন্যার কারণে সারা দেশে আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে।পরবর্তীতে স্থগিত হওয়া পরীক্ষার সময় জানানো হবে।
You cannot copy content of this page