শাহারুল হক মুন্সি,গোবিন্দগঞ্জ প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ তদন্তের কেন্দ্রের পাশ্বে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুলাই দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেন।
এ অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫হাজার ৫শত ২৪ টাকা, মোবাইল ফোন ১০ টি, ও সীমিত পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার (ওসি) বুলবুল ইসলাম জানান,জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান চলবে।
You cannot copy content of this page