জামালপুর প্রতিনিধিঃ:জামালপুরের বকশীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রাশেদুর রহমান ওরফে পাপ্পুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আশরাফুল ইসলাম ও এজাহারভুক্ত ৩নং আসামী বাদশা মিয়া। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ধর্ষনের শিকার নারীর করা অভিযোগ থেকে জানা যায়- চলতি বছরের গত ১ ফেব্রুয়ারি থেকে তিনি তার স্বামীকে নিয়ে জানকিপুর মানজালিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তার স্বামী সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন তিনি একটি ইজিবাইক ভাড়া করে নিলক্ষিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হন।
বকশীগঞ্জ-ঢাকা মহাসড়কের মানজালিয়া উত্তর পাশে শাহিনের দোকানের সামনে রাস্তার উপর থেকে তাকে জোর করে ইজিবাইক থেকে নামিয়ে নিলক্ষিয়া উত্তর পাড়া সাকিনে জনৈক ফরিদের পরিত্যক্ত বাড়ির রান্নাঘরের ভেতর নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ বলেন, গণধর্ষণ মামলার এজাহারভুক্ত চারজন আসামিসহ অজ্ঞাতনামা আরও দু’জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
You cannot copy content of this page