মোঃ ওমর ফারুক, জেলা প্রতিনিধি,নেত্রকোনা:বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে ভি-আর ফরম সংগ্রহ করে তা সরাসরি পুলিশ অধিদপ্তরের স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে এনটিআরসিএ।
৯ জুলাই (বুধবার) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, ভি-আর ফরম দাখিল না করলে কোনো প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।
পরিপত্রে আরও জানানো হয়, নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
You cannot copy content of this page