স্বাধীনতার ৫৪ বছরে ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষকের জীবন মান উন্নয়ন হয়নি। আগে দেশের ৯৭% শিক্ষা ব্যবস্থায় ৫ লাখ শিক্ষক কর্মচারীদের জীবন মানের পরিবর্তন করতে হবে ৪৫% বাড়ি ভাড়া, ১০০% উৎসব ভাতা, ১৫০০ টাকা মেডিকেল ভাতা,সরকারি পেনশন তহবিল গঠন, সার্বজনীন বদলির গেজেট প্রকাশ করার তার পর মাধ্যমিকের কারিকুলামের পরিবর্তন করতে হবে।
শিক্ষকের পেটে নাই ভাত কিন্তু শিক্ষা হবে ডিজিটাল স্মার্ট মানসম্মত সেটি মেনে নেওয়া যায় না।
প্রিয় শিক্ষার্থীরা:
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যারা সফল হয়েছ তোমাদের সাফল্যে আমরা গর্বিত। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস এবং অভিভাবকদের সহযোগিতার ফল তোমাদের আজকের এই অর্জন।
তবে মনে রেখো, এই সাফল্য শুধু একটি ধাপ-শেষ গন্তব্য নয়।
সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, গর্বে না ভেসে বিনয়ী হয়ে এগিয়ে যাও। নতুন লক্ষ্য স্থির কর, নিজেকে আরও উন্নত কর, জ্ঞানের আলো ছড়িয়ে দাও।
তোমাদের প্রতি প্রাণঢালা অভিনন্দন ও নিরন্তর শুভকামনা রইল
প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা যারা এবার ফেল করেছ, এই ফলাফল তোমাদের শেষ নয় -বরং এটি নতুনভাবে শুরু করার ও শেখার একটি সুযোগ। সফল মানুষের ইতিহাস ঘাটলে দেখবে, তাঁরা অনেকবার হোঁচট খেয়েছেন কিন্তু হার মানেননি, সাথে সাথে উঠে দাঁড়িয়েছেন। তাই হতাশ না হয়ে ভুলগুলো বিশ্লেষণ কর, দুর্বলতাগুলো সনাক্ত কর, খুঁজে বের কর কোথায় ভুল হয়েছিল, উপায় বের কর কীভাবে ভালো করা যায়- তোমরাও পারবে!
তোমার পরিশ্রম একদিন অবশ্যই সাফল্যে রূপ নেবে। মনে রেখ- Failure is the pillar of success.
আমরা আছি তোমাদের পাশে — সাহস রাখো, নতুন করে শুরু করো। আশা করি আগামীবার তুমি নিজেকেই ছাড়িয়ে যাবে!
সম্মানিত অভিভাবক,
আপনার সন্তানের ফলাফল আশানুরূপ না হলে বা খারাপ হলে তিরস্কার না করে তাদেরকে উৎসাহ দিন। মনে রাখবেন, পাস-ফেল জীবনের অংশ। সাফল্য শুধু নম্বরে নয়- নৈতিকতা ও মানবিকতা আর চারিত্রিক ভাল গুনাবলী অর্জনের মধ্যে । সামনে আরও অনেক পরীক্ষা আসবে সেগুলোর জন্য সন্তানকে প্রস্তুত করুন।
পাস করলে আনন্দ ভাগ করে নাও, ফেল করলে পরিকল্পনা করে আবার লড়াই শুরু করো। জীবন অনেক বড়, এক পরীক্ষাই সব কিছু নির্ধারণ করে না!
সাইফুল ইসলাম সাইফ
জুড়ী মৌলভীবাজার।
You cannot copy content of this page