নিজস্ব প্রতিবেদক :উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আত্মপ্রকাশ করেছে “গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদ” নামের একটি নতুন সংগঠন। শুক্রবার (১১ জুলাই) দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এই পরিষদ সাংবাদিকতার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। নবগঠিত দ্বি-বার্ষিক কমিটির সভাপতি হয়েছেন অনলাইন পোর্টাল ‘গোবিখবর’ সম্পাদক ও দৈনিক ডেসটিনির উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল সুমন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যমুনা এক্সপ্রেস ও ডেইলি আমাদের ফোরামের প্রতিনিধি শাহারুল হক মুন্সি।
১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
• সিনিয়র সহ-সভাপতি: ছামিউল আলম রাসু (দৈনিক ডেসটিনি)
• সহ-সভাপতি: মির হোসেন সরকার (বাংলাদেশ প্রতিদিন), আব্দুল খালেক সরকার (দৈনিক জনতা)
• যুগ্ম সাধারণ সম্পাদক: সাহাব উদ্দিন (দৈনিক ভোরের খবর)
• সাংগঠনিক সম্পাদক: আব্দুল বাতেন লাবু (দৈনিক জনবাণী)
• দপ্তর সম্পাদক: এম টি আই আহাদ মাহমুদ (আলোকিত পত্রিকা ও এমটিআই টেলিভিশন)
• অর্থ সম্পাদক: রুহুল আমিন (উত্তরবঙ্গের খবর)
• প্রচার সম্পাদক: বিদারুল ইসলাম (দৈনিক এশিয়া)
• কার্যকরী সদস্য: বুলবুল ফাহিম (সমকাল), প্রভাষক আব্দুস সামাদ (দৈনিক আমাদের কণ্ঠ), বুলবুল ইসলাম (দৈনিক জনতার খবর), আব্দুর রহমান শামীম (একুশে নিউজ)।
গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদের নেতারা জানান, এই সংগঠনের মূল লক্ষ্য হবে পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের অধিকার রক্ষা এবং স্থানীয় উন্নয়নমূলক সংবাদে অগ্রাধিকার দেওয়া।
You cannot copy content of this page