স্টাফ রিপোর্টারঃ নওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে সাব্বির রহমান (১৫) নামে এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুকুরে নাতির মরদেহ পরে আছে শুনে সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওই শিক্ষার্থীর দাদা আছির উদ্দিন (৬২)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আছির উদ্দিন উপজেলার নাকইল (উত্তর পাড়া) গ্রামের মৃত জেরী সরদারের ছেলে এবং তার নাতি ছাব্বির রহমান শামসুদ্দিনের ছেলে ও সে উপজেলার জোনাকি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সাব্বির রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। শনিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে (ডোবাতে) নাতির ভাসমান লাশ পাওয়া গেছে এমন কথা শুনে ঘটনাস্থলে দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড়িয়ে যায় দাদা। তিনি ঘটনাস্থলে পৌঁছার আগেই চিৎকার করে ওঠেন। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
You cannot copy content of this page